অজয় ঘাটে যাত্রার আসর (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসেছে আজ যাত্রা আসর
অজয় নদীর চরে,
আসর মাঝে মাইক বাজে
যাত্রা সারা রাত ধরে।
হাসির হাটে কাঁদছে বধূ
সামাজিক যাত্রাপালা,
ভীষণ জোরে মাইক বাজে
কান হল ঝালাপালা।
যাত্রা আসরে করুণ সুরে
মধুবালা গায় গান,
ভাসে সকলে চোখের জলে
সবাকার কাঁদে প্রাণ।
সারাটা রাত্রি যাত্রার গান
রাত্রি কাটে ভোর হয়,
অজয় নদী আপন বেগে
শুধু কুলু কুলু বয়।