আজি দোল পূর্ণিমা .......... ফাগুনের রং লাগে
বসন্ত উত্সব-২০২৪ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের উত্সবে আজি রং খেলা হবে
গাও সবে বসন্তের গান,
আজি দোল পূর্ণিমায় এস সবে নাচি গাই
মাতিয়া উঠুক সব প্রাণ।
আবীর রাঙানো হোলি বসন্তের দিনগুলি
সবার হৃদয়ে রং লাগে,
সব কিছু ভুলে যাই কোন স্মৃতি মনে নাই
বসন্তের দিন মনে জাগে।
একসাথে সবে মিলে সকলেই রং খেলে
সকলেই রং মাখে গায়,
হাসি গান কলরবে আনন্দেতে মাতে সবে
আবীর রঙে গগন ছায়।
সারাদিন রং খেলা কেটে যায় সারা বেলা
অজয় নদীর রং লাল,
লিখিল লক্ষ্মণ কবি আবীর মাখানো ছবি
স্মৃতি রয়ে যায় চিরকাল।