আজি ২৬শে জানুয়ারী (দেশাত্মবোধক কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
সাধারণতন্ত্র দিবস আজিকে
মহান ২৬শে জানুয়ারী,
জাতীয় দিবসে আজিকে মোরা
তাঁদেরই স্মরণ করি।
ত্যাগী বীর সেই চিত্তরঞ্জন দাশ
জাতির জনক গান্ধীজী,
আজাদ বাহিনী করিল গঠন
বীর সুভাষ নেতাজী।
লালা লাজপত বাল গঙ্গাধর
ও বিপিনচন্দ্র পাল,
তাঁদের জয়গানে ভারতের সূর্য
আজিও হেরি লাল।
মাষ্টারদা সূর্যসেন তরুণ বিপ্লবী
বিনয় বাদল দিনেশ,
যাঁদের ত্যাগে ও প্রাণ বলিদানে
হইল স্বাধীন এদেশ।
বীর ক্ষুদিরাম হাসিতে হাসিতে
গলায় পরিলেন ফাঁসি,
আজিকে মোরা জানাই প্রণাম
মিলে সবে দেশবাসী।
দেশকে যাঁরা করিল স্বাধীন
প্রাণ দিল বলিদান,
ফাঁসির মঞ্চে প্রাণ দিল যাঁরা
গাহি তাদের জয়গান।
স্বদেশের তরে সকলে করিল
আমরণ রক্ত-সংগ্রাম,
৭৫তম প্রজাতন্ত্র দিবসে তাঁদের
জানাই সশ্রদ্ধ প্রণাম।