ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গ্রাম সীমানায় আছে অজয়ের ঘাট,
দুইধারে ধানজমি চাঁপাতলা মাঠ।
চাঁপাতলা মাঠে মাঠে কচি কচি ধান,
দূরে কোথা বাজে বাঁশি শুনি পেতে কান।

রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
নদীঘাটে এসে থামে রাঙাপথ ছাড়ি।
তরণীতে যাত্রীসব চড়ে বোঝা নিয়ে,
খেয়ামাঝি দাঁড় টানে ভাটিয়ালি গেয়ে।

নদীধারে কাশবনে কাশফুল ফুটে,
দূরে কোথা রাখালের বাঁশি বেজে উঠে।
রাখালের বাঁশি শুনে মেতে উঠে প্রাণ,  
পুজোর সানাই বাজে আগমনী গান।

দিবসের অবসানে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।
চাঁদ উঠে তারা ফুটে আকাশের গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।