ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর ঘাটে সোনারবি উঠে,
অজয়ের দুইধারে কাশফুল ফুটে।
শরতের সোনা রবি ছড়ায় কিরণ,
নদীঘাট সুশীতল বহে সমীরণ।
নদীধারে মাঠে মাঠে কচি সোনা ধান,
দূর হতে আসে ভেসে আগমনী গান।
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে,
সেই সুর শোনা যায় দূর হতে দূরে।
অজয়ের নদীতট স্নিগ্ধ সুশীতল,
কুলু কুলু বয়ে চলে অজয়ের জল।
বোঝা নিয়ে যাত্রীগণ হেঁটে হয় পার,
সাদা কাশফুলে ভরা নদী দুইধার।
দিবা অবসান হলে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।
অজয় নদীর কবি ভাণ্ডারী লক্ষ্মণ,
লিখিল কবিতা কবি পড়ে সর্বজন।