ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর চরে সোনা রোদ হাসে,
শরতের আকাশেতে সাদা মেঘ ভাসে।
নদীধারে কাশবন শোভা মনোহর,
অজয়ের কিনারায় সরু বালিচর।

সারি সারি গরুগাড়ি রাঙাপথ ধরে,
চাঁপাতলা পার হয়ে আসে নদীচরে।
সারি সারি গরুগাড়ি নদীঘাটে থামে,
যাত্রীসব দলে দলে গাড়ি হতে নামে।

অজয়ের নদীতট স্নিগ্ধ সুশীতল,
মাথায় বোঝাই লয়ে হাঁটে যাত্রীদল।
অজয়ের নদীচরে সোনা রোদ ঝরে,
বাউলেরা গান গায় একতারা ধরে।

নদীঘাটে বটতলা পানের দোকান,
বেচারাম বেচে সেথা বিড়ি আর পান।
দিনশেষে ঘরে ফেরে সাঁঝের বেলায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।