ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের নদীঘাট স্নিগ্ধ সুশীতল,
কুলু কুলু বয়ে চলে অজয়ের জল।
বোঝা নিয়ে যাত্রীদল আসে নদীঘাট,
পার হয়ে আমবন, চাঁপাতলা মাঠ।

সকালের সোনারোদ ঝরে নদীচরে,
বাউলেরা গান গায় একতারা ধরে।
শরতের সাদা মেঘ আকাশেতে ভাসে,
পূজার সানাই বাজে সুর ভেসে আসে।

দুইধারে কাশবন ফুলে ফুলে ভরা,
জল নিতে আসে বধূ রাঙাশাড়ি পরা।
রাঙাবধূ জল নিয়ে রাঙাপথ ধরে,
নদী হতে জল নিয়ে চলে নিজ ঘরে।

অজয় নদীর বাঁকে আছে শালবন,
মাদল বাজায় সেথা সাঁওতালগণ।
সাঁওতালী রমণীরা করে নাচগান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।