ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীতটে সোনারোদ ঝরে,
হাটুরেরা দ্রুত ধায় রাঙাপথ ধরে।
নদীঘাটে আজি হাট বসে শুক্রবার,
কোলাহলে ভরে ওঠে ঘাট চারিধার।
নদীচরে বসে হাট জন সমাগম,
বেগুন পটল মূলো দাম নহে কম।
বেচাকেনা সেরে সবে বিকাল বেলায়।
থলিতে সবজি ভরে ঘরে ফিরে যায়।
ছুটে চলে বোঝাহীন কুমোরের গাড়ি,
ছুটিছে গাঁয়ের পথে নদীঘাট ছাড়ি।
দিবসের অবসানে সূর্য বসে পাটে,
ভাঙাহাঁড়ি শালপাতা কাঁদে নদীঘাটে।
চাঁদের আলোক ঝরে নদী কিনারায়,
আপনার বেগে নদী বয়ে চলে যায়।
অজয় নদীর পারে নির্জন শ্মশান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।