ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গ্রাম সীমানায় আছে অজয় তটিনী,
কুলু কুলু বয়ে চলে দিবস যামিনী।
নদীতীর সুশীতল পাখি গীত গায়,
রাঙাপথে সারি সারি গরুগাড়ি যায়।

গরুগাড়ি পার হয়ে সোনা ডাঙা মাঠ,
সোজা এসে থামে গাড়ি অজয়ের ঘাট।
অজয় নদীর ঘাটে গাড়ি এসে থামে,
গামছায় মুড়ি বাঁধা যাত্রীদল নামে।

বটের তলায় আছে চায়ের দোকান,
ঘুগনি আলুর চপ আর পাবে পান।
যাত্রীরা সবাই বসি বটের তলায়,
মুড়ি সাথে কাঁচালঙ্কা চপ মেখে খায়।

অজয় নদীর ঘাটে মাঝি খেয়া বায়,
যাত্রীসব পার হয়ে দূর গাঁয়ে যায়।
অজয়ের ওইপারে শ্মশান নির্জন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।