ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

দুইধারে কাশবন অজয়ের কূলে,
কাশবন ভরে আছে সাদা কাশফুলে।
অজয় নদীর জলে মাঝি খেয়া বায়,
যাত্রীদল পার হয় চড়িয়া নৌকায়।

অজয়ের নদীতটে আজ বসে হাট,
জন কোলাহলে ভরে অজয়ের ঘাট।
হাঁকাহাঁকি ডাকাডাকি মহা গোলমালে,
বেচাকেনা করে সবে সকালে বিকালে।

রবিবার বসে হাট সারাদিন ধরে,
হাটে এসে সকলেই বেচাকেনা করে।
বেলা যবে পড়ে আসে ভেঙে যায় হাট,
জনহীন হয় সাঁঝে অজয়ের ঘাট।

চাঁদ উঠে তারা ফুটে আকাশের গায়,
নদীচর স্নান করে শুভ্র জোছনায়।
অজয় নদীর কবি কাব্যের কাণ্ডারী,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ ভাণ্ডারী।