কাঁকনতলার মাঠ ................ সোজা পথ নদীঘাট
অজয় নদীর কবিতামালা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের নদীজল বয়ে চলে অবিরল
পূবের আকাশ হয় লাল,
পূবদিকে উঠে রবি মনে হয় সোনা ছবি
নদীঘাটে নতুন সকাল।

রাখাল বাজায় বাঁশি মাঠে চাষ করে চাষী
শালিকেরা উড়ে নদীচরে,
লালচেলি শাড়ি পরা কাঁখেতে কলসী ধরা
জল নিয়ে বধূ আসে ঘরে।

হাটুরেরা পথে চলে বসে তরু ছায়াতলে
পশ্চিমে কাঁকনতলা মাঠ,
মাথায় বোঝাই লয়ে আসে মাঠ পার হয়ে
সোজা অজয় নদীর ঘাট।

ক্যাচ কোচ শব্দ করে আসে রাঙাপথ ধরে
গরুগাড়ি নদীঘাটে থামে,
বেনারসী শাড়ি পরে চলিছে পিতার ঘরে
গাড়ি হতে নববধূ নামে।

অজয় নদীর ঘাটে অরুণ বসিল পাটে
নদীঘাটে নামিল আঁধার,
কহে কবি শ্রীলক্ষ্মণ অজয়ের বিবরণ
লিখে কবি কবিতায় তার।