স্বর্গ চায়
-পিএম. জাহিদ
কোটিপতি শিল্পপতি ভিখারি
অর্থ পাগল স্বার্থ পাগল প্রেম পাগল
পূর্বজন্ম এ জন্ম পরজন্ম
মাঝার, সুধের ঘর, চার্চে
প্যাগোডা, মসজিদ, গির্জাতে
এমনকি সর্ব নিকৃষ্ট পতিতালয়ে
যেখানেই যে আছে
শুনে নিও তাদের কাছে
সবাই বলবে স্বর্গ চায়
শুধু স্বর্গ চায়।।
যুবক, বৃদ্ধ, প্রতিবন্ধী
সুন্দর, কুৎসিত, নিগরো
বাঙ্গালী বিদেশী আস্তিক
সব ধর্মী সব জাতি
কাবাঘরে, গঙ্গাস্নানে
ধ্বনি প্রতিধ্বনি চাই চায়
স্বর্গ চায় শুধু স্বর্গ চায়।।
ডালা সাজায়, নারকেল ভাঙ্গে
জীবন বাজী গঙ্গাস্নানে
শয়তানকে পাথর মারে
পাঁচ ওয়াক্ত নামাজ পরে
আপন ধর্ম ছাড়ে কেউ
অন্য ধর্মে যায়
সবারই একটা আশা
শুধু স্বর্গ চায়।।