সেদিন পাহাড় ছুঁতে গিয়ে-
আমি মেঘ ছুঁয়ে ফেলেছি,
সেখানে শুধুই জল আর কিছু নেই!
দুই জনের কসম-
ঐ মেঘে অসংখ্য ফিঙ্গারপ্রিন্ট বিদ্যমান।
মুক্তোর লোভে নেমেছিলাম অগভীর ডোবায়
জন্মসূত্রে ডুবুর হয়েও পাইনি তলদেশ
নটিপাড়ার কসম
সেখানে অসংখ্য ডুবুরি নেমেছিল
অক্সিজেন মাস্ক পড়ে, অক্সিজেন মাস্ক ছাড়া।
আহারে প্রকৃতি
কুমারী বেশে ঘুরে বেরানো মেঘ আর পাহাড়
তোমার কাছে সাধুসন্ন্যাসী।।