নীহারিকায় কবিতা ভাসে-
এগিয়ে গেলাম শূন্যে, আরো শূন্যে, মহাশূন্যে
কবিতা আমায় লুকোচুরি খেলায়
নক্ষত্র থেকে নক্ষত্র
ছায়াপথ থেকে ছায়াপথ
অনন্তকাল ধরে ছুটলাম
হাসতে হাসতে কবিতা ব্লক হোলে গেল-
তবুও ধরা দিল না....
পৃথিবীতে চোখ মেলে দেখি
অসংখ্য কবিতা পিপীলিকার মতো হাটে
ধরতে গেলে লুকিয়ে যায়, হারিয়ে যায়, অদৃশ্য হয়
আর আমি নাওয়াখাওয়া ভুলে খুঁজতে থাকি
কবিতা!
পাগলের মতো, যাযাবরের স্বর্গরাজ্যে
এ জীবন ভবঘুরে, যাযাবর....