সমগ্র বিশ্ব সুখে ভেসে যাক-
কিংবা কেঁদে মরে যাক- বিলিয়ন সংখ্যক মানুষ
আমার তাতে একটুও আপসোস নেই।
স্বনামধন্য কোনো ব্যক্তির বন্ধুত্বের দরকার নেই আমার
কোটি টাকার পালঙ্ক চাই না আমি
চাই না বহুতল ভবনে ঘুমাতে
আমি কোনো স্টারের সংস্পর্শ চাই না
স্বপ্ন দেখিনা- একটি রাষ্টের অথবা সিটি কর্পোরেশন, জেলা, থানা, ইঊনিয়ন, ওয়ার্ড, গ্রাম, কিংবা নিছক- একটি পরিবারের উপর
প্রাধান্য খাটাতে।
ইদানীং রাতকে আমার বড় অসহ্য লাগে
রাত এলেই ঘুমাতে হয়,
আর ঘুম এলেই, আমাকে ছিড়ে খায় স্বপ্নের সুখ।
আমি সুখ চাই না;
আধিপত্ত চাইনা ;
পাকাবাড়ি কিংবা মার্সিডিজ গাড়ী চাই না
চাই না অর্থকড়ি, দরদালান, সুন্দরনারী
চাই না আমি কিছুই...
আমি ভিষণ ক্ষুধার্থ-
তবে পোলাও মাংস চাইনা
চাইনিজ কিংবা বার্গার নয়
নয় কোনো সুখদ খাদ্যবিলাশ
আমি কেবল ভাত চাই-
শুধুই ভাত
সামান্য একটু আবদার আছে-
যদি পারো সাথে দিও একটি কাঁচা লঙ্কা-গাট্টা পেঁয়াজ
সানকী ভরে দিও, দুবেলা দুমুঠোই ভাত।
অতঃপর- তোমাদের দেশ যেদিকেই নাও
যেতে চাও যে হাইওয়ে ধরে,
হারিয়ে যাওয়া প্রিয়তমার মতো অভিবাদন জানাবো-
আমার আর কিছুই দেখার নাই
চাওয়ার নাই-
তারপর সবাই স্বর্ণ দিয়ে স্বর্গের মতো বাড়ী বনাও
আর সমগ্র পৃথিবীটা সুখে ভেসে যাক
আমি এখন ঘুমবো...