প্লাস্টিকের স্তূপের ধারের রাস্তা জনশূন্য পরিবেশ
রাজধানীর আওতাধীন, তবু পিচঢালা নয়
মুয়াজ্জিনে কুহুতান পরেই ওখানে আসে
পশু আসে, পাখি আসে, প্রাণ আসে
হাটে কিছু পেশাজীবী মানুষ
কলকারখানার শ্রমিক
গার্মেন্টস শ্রমিক
ক্ষুধার্থ মানুষ
আসে-
আসে-
সূর্যোদয়  আসে
সূর্যাস্তেই আবার জনশূন্য
সেই প্লাস্টিকের স্তূপে কান্নার শব্দ
যেন ডাকে তার খাদকদের, ভোক্তাদের
আর কান্নার ফাঁকে নিঃশ্বাসে শব্দ জানান দেয়
আনন্দময়ী পাপেই আমার শুভাগমন বৃথাই হলো
পলিথিনের পোশাকই এই জীবন যাত্রার প্রথম ও শেষ
প্লাস্টিকের স্তূপের ধারের এই রাস্তায় জনশূন্য পরিবেশ
আজ নিতান্তই জনশূন্য পরিবেশ...