যতবার তাকাই দক্ষিণের জানালায়
রক্তাক্ত আবেগপূর্ণ অংশ কেঁপে ওঠে
আধারে কথা বলি রক্তপিপাসুর সাথে
এ শরীরের রক্তের স্বাদ ভিন্ন রং ভিন্ন।
তার শুড়াঘাতে হয়না কোন অনুভাব
সারা দেয় না স্নায়ুশক্তি-
তাদের সাথে ছন্দ মিলাই শুধু!
শুনি মনের কথা, আবেগ, ব্যথা
হঠাৎ করে মরে যাওয়ার আনন্দ।
জানালার ওপারে বসতি
শীতল রক্তের মানুষের,
নিথর দেহের মানুষের,
বিপন্ন মানুষের।
রক্তপিপাসুর কথায় কেঁপে ওঠে মন
ওপারের বসতিদের সাথে আমার হুবহু মিল-
তাদের আঘাত করিনা-
মেরে ফেলিনা,
বিপন্নরাও মারেনা তাদের-
বাকিরা মেরে ফেলে
নির্দিধায় মেরে ফেলে।
পার্থক্য শুধু এটুকুই-
আমার ঘর তাদের চেয়ে বড় অগোছালো
নিত্য ক্রন্দন আওয়াজ হয় এ ঘরে,
রক্তপিপাসুরাই বলে আমাকে
হয়তো আমি বেঁচে আছি।