ফাগুনের মাতাল পবনে
দুলছে দুলুক, দুলতে দাও,
সেচ্ছায় দুলছে গছের ডালে।
হয়তো কখনো ইশারা করবে তোমায়-
কাছে এসো, এসো কাছে।
এলোমেলো পবনে উড়বে প্রজাপতি, ভোমর
স্থায় নিতে তার হৃদ জমিনে...
তুমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ-
প্রবল ইচ্ছে শক্তির জীবন্ত মানুষ
তুমিও স্বপ্ন দেখো,
তোমারও ইচ্ছে হবে-
জীবন্ত সবুজ বৃক্ষে টকটকে ফুল দেখে
একটু ছুঁয়ে দিতে...
দোহাই হাত দিওনা ওগাছে, ওফুলে
জেনে নাও ওফুলে মিশে আছে
রক্তপিপাসু কীট, ধারালো কাঁকা!
রক্তস্নান তার দীর্ঘ আকাঙ্ক্ষার অভ্যাস
সে কাটা শুধু নেয়না, দেয়-
যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আঘাত দেয়
আরো দেয় খুব যতনে-
নিরবে, নিরবে ইচ্ছেশক্তি নাশক বিষাক্ত নিকোটিন...
তোমারও এসেছ ফাগুন
সতর্কতাই হোক তোমার কাম্য
যে ফুল দুলছে, তাকে দুলতে দাও...