আজ সকাল থেকে আকাশে মেঘ,
হঠাৎ শুরু হল বৃষ্টি,
সে কি প্রবল বৃষ্টি
যেন, ডুবিয়ে দিবে বিপুলা সৃষ্টি,
ঝরাবে মনের সমস্ত আবেগ।।
আকাশে মেঘের গুড়ুম-গুড়ুম ডাক, আর
ক্ষণে-ক্ষণে বিদ্যুৎ ঝলকানি,
মাঠ পানে চেয়ে কিষাণ-কিষাণী,
দেখে খোরাকি ধ্বংসের নিশানী।
"আল্লাহ দয়া কর" বলে করছে চিৎকার।।
এমনি বৃষ্টি মুখর একটি অলস দিনে
হৃদয়ে বইছে রক্ত-ধারা,
ভেঙ্গে হৃদয়ের বদ্ধ-কারা,
আবেগ হয়েছে পাগল-পারা।
তপ্ত মরুর লু' হৃদয়ে শুধু তুমি বিনে।।
প্রিয়া,
কেমন আছ জানতে ইচ্ছে করছে খুব,
জানি কথা বলবে না প্রিয়ে,
তুমি মাটির পাহাড় বুকে নিয়ে,
আজ চির নিদ্রায় আছ ঘুমিয়ে,
চিৎকার করতে নারি, তোমার কষ্ট হবে,
তাই আছি নিশ্চুপ।।
জানি, কথা বলবে না, তবু জানতে ইচ্ছে করছে খুব।।