**মাতাল**
লাল সবুজের পতাকা,
শহিদের রক্তে অর্জিত ।
ভিনদেশিদের জাতীয় নিশান,
হওয়ার কথা বর্জিত ।
বাংলার আকাশ ছেয়ে গেছে,
ভিন পতাকার ছয়লাভে,
দেশ হবে ব্রার্জিণ্টিনা,
ওদের খেলার জয়লাভে ।
নগ্ন-নৃত্য, পতিতা-বৃত্তি,
চলছে সাড়া ব্রাজিল জুড়ে।
আমরা গাচ্ছি ওদের বিজয়
সুর মিলিয়ে এক সুরে ।
ওদের পতাকা করেছে দখল,
বাংলাদেশের আকাশ ।
খাবার পায়না কত মানুষ,
করছে হা-হুতাশ ।
পতাকা কিনছি সখের টাকায়,
একটি-দু'টি করে ।
হয়তো এতে জুটত খাবার,
ওদের পেটটি ভরে ।
মানবতা গুমরে কাঁদে,
তবু ঠেলি পা'য় ।
পতাকা বড় না উড়ালে,
সম্মান যেন যায় ।
ভিন পতাকা উড়াই আমি,
দুঃখীকে দেই লাথি,
ডিজিটাল বাংলা গড়তে হলে,
হও আমার সাথী ।