--আব্দুস সবুর

কখন হবে মোর জীবনে
ওগো তোমার আগমন,
তাই, আসন পেতে বসে আছি,
আমি জানাব তোমায় স্বাগতম।।
তোমার আগমনে জীবন বীণায়
বেজে উঠবে সুর ঝংকার।
তোমায় পেলে ধন্য হবো,
তোমার বলে করব অহংকার।
তোমার দুরদ্দম স্রোত-মুখে
ভেসে যাবে যতো অনিয়ম,
সকল অন্যায় তোমার কাছে
মাথা
নুয়ে বলবে নমোঃ।

তোমার আগমনে আমি হব
শক্তিশালী বজ্র সম।
তাই আসন পেতে বসে আছি,
জানাব তোমায় স্বাগতম।।

এসো অধরা,
মোরে ধন্য করো, দিয়ে পদ-ধুলি।
এসো, এসো শির উঁচু করি'
বিজয়ী-বেশে ঘোমটা খুলি'.

পাহাড় হতে যেমন ঝর্ণা নেমে
বয়ে চলে সাগর পানে।
সকল বাঁধা যেমন তার কাছে
সম্ভ্রমে মাথা নুয়ে আনে।
তেমনি গতি নিয়ে এসো,
মোরে শক্তি দাও প্রবলতম।
আমি আসন পেতে বসে আছি,

জানাব তোমায় স্বাগতম।।