(আজ আমার এক বন্ধুবর বিবাহ করল।
তাদেরকে নিয়ে আমার এই লেখা।)
বিবাহের এই শুভদিনে রবের সনে বলি,
শরতের এই লু' প্রহরে ফুটল যে ফুল কলি-
ছড়াক সৌরভ সেই কলিটি সারাটি জীবন-ভর।
সেই সৌরভে কাছে আসুক যত আপন-পর
ফুটল যে কলি, একটি পাপড়ির 'সত্যবাদী' নাম,
ধরার বুকে সবাই দিক, সেই পাপড়িটির দাম।
অপর পাপড়ি পথ দেখাবে, চলতে হলে ভুল।
দু'পাপড়িতে ফুটবে ভবে পূর্ণ একটি ফুল।
ফুল থেকে প্রভুফল কর দান,
নব দম্পতিকে দাও সন্তান,
দাও সন্তান সৎকর্মশীল,
মুত্তাকীনদের সঙ্গে মিল।
ধরার বুকে সেই সন্তান মাথা করবে উচ্চ,
চলতি পথে যত বাধা, ভাববে সবই তুচ্ছ।
এ-ধরাতে যত অসত্য, করবে সবের মুণ্ডপাত,
কবুল করো ওগো অধমের এই মোনাজাত।
।
।
।
।
।
( উল্লেখ্য যে বরের নাম " সিদ্দিক" যার অর্থ সত্যবাদী।
আর কনের নাম " মুরশিদা" যার অর্থ পথ প্রদর্শিকা , অর্থৎ যে পথ দেখায়।)