**নতুন করে**
---আব্দুস সবুর
----১----
জাগরে মুসলিম ছাড়রে ঘুম,
যুদ্ধ-মাঠে রক্ত চুম্ ।
রক্ত-সাগর সাঁতরে আজ,
উদ্ধার কর বিজয়-তাজ ।
মৃত্যুকে ডাক হাসি মুখে,
ভাসবি তোরা স্বর্গ-সুখে,
জীবন দিতে
পারিস যদি আল্লাহর পথে ।
----২----
কিসের নেশায় রয়েছিস চুর,
দেখ তোরা ঐ জান্নাতী হুর,
শরাব হাতে ঐ দাঁড়িয়ে,
দিয়েছে তারা হাত বাড়িয়ে ।
মন থেকে দে তাড়িয়ে ডর,
উরে গিয়ে ঐ হাতটি ধর ।
রবের পথে জীবন দিয়ে,
জান্নাতে যা বিনিময়ে ।
----৩----
তোদের গলে গোলামীর রশি,
কারণ, তোরা ছেড়েছিস অসি ।
বসে-বসে তুলিস ঢেকুর,
করিস না তো রবের শুকুর,
নেয়ামতরাজি দানের তরে ।
পূর্ব পুরুষের পথ ধরে,
চলরে তোরা সেই পথে,
সকল মুসলিম ঐক্যমতে ।
----৪----
কোন সে বীণের মোহিত সুরে,
জিহাদ ছেড়ে রইলি দুরে,
বীরের জাতি,
নিভে গেল তোর ভাগ্য-বাতি ।
তাকবীর দিয়ে খোলরে মুখ,
নতুন প্রত্যয়ে বাঁধরে বুক,
ভয়-ভীতি সব পিছন ফেলে,
সামনে চলরে বাধা ঠেলে ।
**একটু বড় তাই, দুই পোষ্টে দেওয়ার নিয়াত করেছি ।
চলবে ইংশায়াল্লাহ্ ।