@দামাল ছেলে@
---আব্দুস সবুর।
(পূর্ব প্রকাশের পর)
---৩---
ইংরেজ বেণিয়া আসলো দেশে,
মুখে মধু আর মনেতে বিষ।
মনের বিষ গোপন রাখিয়া
মধুর সুরে দিল শীষ।
মধুর ঘ্রাণে মাতাল হইয়া
ছুটে আসলো ভ্রমর দল!
মাকাল ফলের রূপ দেখিয়া
মীর জাফরটা হইলো খল।
স্বাধীন জীবন বিকিয়া দিল,
পরাধীনতার রাজা হতে,
তবুও সে পায়নি ক্ষমা,
মাকাল ফলের গন্ধ হতে।
গাদ্দারীর বিনিময়ে পেয়েছে মৃত্যু,
এ-ছাড়া তো কিছু নয়।
আমি বাংলা মায়ের দামাল ছেলে,
নাই মোর নাইকো ভয়।

(চলবে....)