ফুটেছিল দু'টি ফুল
মনের বাগানে,
গোধূলি লগনে
দেখি মিছে মায়া,
কায়াহিন ছায়া।
বিশ্বাসে ছিল না ভুল।
তবু ভুল হলো সবই,
চোখের দু'কোণে
নিভৃতে গোপনে
ঝরে অশ্রুজল
বিরহের ফল
হলেম অবশেষে কবি।
এমনি একটি সুক্ষনে
দেখা দিলে তুমি
তবু মরুভূমি
মোর প্রান্তরটা
শুধু অন্তরটা
ক্ষত-বিক্ষত প্রতি ক্ষণে।
ক্ষত-বিক্ষত অন্তরে
একা কাঁদি আমি,
বোঝ না কো তুমি
ব্যথা নিঃসীম
তবু এত হিম
কেনো বাহির প্রন্তরে।
রচনা কাল



৬ই পৌষ ১৪২১
শনিবার সকাল