আমি এক স্বপ্নের সওদাগর,
ফেরিওয়ালাও বলতে পারো।
অন্যদের মতো কিনা জানিনা, তবে
প্রতিদিনের সূচনালগ্নে নানান স্বপ্ন দেখি।
রঙ বে-রঙের স্বপ্ন;
হয়তো স্বপ্নগুলো পূরণ হয় না!
বুঝে শুনে সবাই বলতে লাগলো-
স্বপ্ন দেখা বন্ধ কর,বাস্তবকে চিনতে শেখো।
তারা জানেনা, বাস্তবকে না চিনলে স্বপ্ন দেখা অসম্ভব।
কথাগুলো সব এড়িয়ে গেলাম;
ভেবে দেখলাম, আমার স্বপ্নগুলো অনেকটা
সেই সমস্ত সমাজ কারিগরদের কর্মের মত,
যারা সুগন্ধি বেচে; কিন্তু তাদের বাড়িতেই দূর্গন্ধ।
ফুটপাতে বস্ত্র বিক্রি করার পরও যার ছেলেমেয়েরা নগ্ন!
কয়লা খনিতে দিনরাত কাজ করেও যার
বাড়ির উনুন জ্বলে না!
আর সেই লোকটা, সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে
যে আলো বিক্রি করে;
তার বাড়িতেই তো দেখলাম অন্ধকার।
তবুও তারা জীবনের কাছে হার মানেনি, মানতে শেখেনি;
লড়াই- এ উদ্ধত সর্বক্ষণ।
যে লড়াই-
নিজের সাথে, সমাজের সাথে, দারিদ্রতার সাথে,
অস্ত্র যেখানে চোখের জল;
রক্তপাত হয়তো হয় না!
তবুও এ এক ভয়ানক লড়াই।
তারা লড়ে চলেছে,
আমিও লড়বো....
আমিও আবার স্বপ্ন দেখবো....
যার ব্যাপ্তি হবে আগের থেকেও বিশাল।