পথ হারিয়েছি আমি অজানা এক সিন্ধু প্রদেশে।
নির্বাক জনজাতির পরিক্রমা করেছি উদ্দেশ্যহীন যাযাবরের মতো;
হয়তো কয়েকশো বার!
রাত জেগে শুনেছি নিশুতি শহরের অতৃপ্ত সেই আর্তনাদ,
যা কাঁদিয়েছে বারবার।
প্রত্যহ এক প্রবল অবসাদের সরলরেখায় খরচ করছি জীবনের শেষ কয়েকটা চাওয়া-পাওয়া।
হন্যে হয়ে খুঁজে চলেছি সেই আগন্তুক সমাজব্যবস্থা;
একরাশ ঘৃণা ছুঁড়ে যে প্রতিবাদ করবে নির্বাকতার।
চিৎকার করে বলবে কেবলই মানুষের কথা।
আজ তারই অপেক্ষায়.....
যদি পারো, খোঁজ নিও কোনো এক মানুষের বেশে,
পথ হারিয়েছি আমি অজানা এক সিন্ধু প্রদেশে।