ক্ষমা কর প্রিয় কবি,
আকাশ জুড়ে এখনও দীপ্ত অতীতের সেই রবি।
করিনি মান্য তােমার বিচার
তােমার বাণীর শব্দ;
ধর্ম এখন গ্যাঁড়াকলে পড়ে
রাজনীতি ফাঁদে জব্দ।

ক্ষমা কর বিদ্রোহী;
মানুষ এখন সম্প্রীতি নয়, জাত-পাতে আগ্রহী।
শস্য-শ্যামলা দেশ জুড়ে আজ
নেমেছে ক্ষুধার হাহাকার,
ফুটপাত জুড়ে শত শত শিশু
ক্ষুধাতে করছে চিৎকার।

ক্ষমা কর বিদ্রোহী;
আমরা সবাই তােমার চিন্তা গ্রহণে অনাগ্রহী।
মানুষে মানুষে খুনােখুনি চলে
মায়ের আঁচল রক্তে রাঙা;
ধর্ষণ, সেতাে নিত্য ঘটনা
মানবিকতার শেকল ভাঙ্গা।

ক্ষমা কর নজরুল;
পারিনি ফোটাতে আমরা কেহই ভাতৃত্তের ফুল;
চোখ খুলে রেখে প্রতিদিন মােরা করছি হাজার ভুল;
ক্ষমা কর নজরুল।।