আমি দায়িত্ববান দেশপ্রেমিক
কথায় কথায় যুদ্ধ চাই,
কেউ যদি বলে যুদ্ধে যাবেন ?
তখন কিন্তু সরে দাঁড়াই।
ভেবোনা আমি ভয় পেয়েছি!
এখনো আমি যুদ্ধ চাই,
যুদ্ধ চাওয়ার কারনটা কি?
ওসব জানার দরকার নাই।
বন্ধুর সাথে, খেলার মাঠে
আমি কিন্তু যুদ্ধ চাই,
কেউ যদি হয় আমার পাশে
তখন একটু স্বস্তি পাই।
টিভিতে শুনেছি, পেপারে পড়েছি
সবাই বলছে যুদ্ধ চাই,
তাই আজ আমি বার্তাবাহক
এর থেকে আর বিকল্প নাই।
যুদ্ধ হল, প্রাণও গেল,
নিঃস্ব হল অনেক বুক;
এখনও আমি যুদ্ধ চাইছি
যুদ্ধ মাঝেই খুঁজছি সুখ।।