তুমি হীনা ইচ্ছে সুখ গুলি,,
আজ বড্ড একেলা।।
গভীরের চির চেনা তোমার সেই মুখটা,,
ভেসে আসে মনকে করে উতলা।।
তুমি হীনা চাঁদের আমবশ্যা,,
ঘন কালো নীল হারিয়ে ঘিরেছে মেঘলা।।
কিরনের সুপ্ত ফোটায় উঠেছে জেগে কাশফুল,,
বিশালতার বারান্দায় আমি দাঁড়িয়ে একা।।
তুমি হীনা সাত রং সাত পারে ছড়িছে,,
রঙের বর্ন ছটাই নেই মিল অপূর্নতাও ঘিরেছে।।
পাখি বন বাতাসে মিশে থাকা ধূলিকনা ভান ধরে বসে আছে,,
নির্জন রাস্তা কোথাও কেউ নেই আশেপাশে।।
তুমি হীনা বৃষ্টি ফোটারা দিয়েছে আড়ি মেঘ কূলে,,
হৃদয় সম্পানে দিয়েছে পাড়ি কেউ অজানায় পথ ভুলে।।
বৈরীর বাতাসে নিঝুম দুপুরে ও সুনসান পৃথিবীটা,,
ক্লান্ত দাঁড় কাকের দিকে তাকিয়ে আমিও দিয়েছিলাম এক ফেরা হাটি ছটা।।