মনকে আমি বলি
তোর লক্ষ কি?
মন বলে একটু বেঁচে থাকা
আর মানবতার গান গেয়ে
নিজেকে সতেজ রাখা!!
মনকে আমি বলি
তোর সফলতা কি?
মন বলে বেশি কিছু নয়
অল্প কিছু আয় সন্ঞ্চয়
আর সীমিত ব্যয় এই
নিজেকে টিকিয়ে রাখা!!
মনকে আমি বলি
তোর আভিজাত্য কি?
মন বলে আমি নিজেই
আমার আভিজাত্য
সততা আর সরলতার
মাঝেই গড়া আমার
সকল রাজ্য!!
মনকে আমি বলি
তোর অর্থ কি?
মন বলে নিজ চিন্তা চেতনা
জাগ্রত যতো যাতনা
দুঃখ সুখের মাঝেই
বেঁচে থাকাটাই আমার অর্থ!!