জীবন টা থমকে
গেছে হঠাৎ করেই
চারদিকে শুধুই
আজ হাহাকার
দিন মজুর
না খেয়ে দিন
কাটাচ্ছে
মধ্যবিত্তে ও
অবস্থা নাজেহাল।।
দিন রাত
সব এক হয়ে গেছে
পরিস্থিতি পাল্টাচ্ছে
সব নিয়ম অনিয়ম।।
হারিয়ে যাচ্ছে
শত শত মানুষ
তবু মানবতা আজ
কোথায় কতদূর??
জীবনটা থমকে
গেছে হঠাৎ করেই
নিভে গেছে
যতো আশা
নিরাশার প্রতিশ্রুতি।।
ভালোবাসা গুলো
আজ ঘুনে ধরেছে
আপনে আপনে
রেখেছে দূরত্বের
প্রতিচ্ছবি।।
গোটা বিশ্ব
দেশ দেশান্তর
আজগুবি সব
ভাবনা দূয়ার
একে একে সব
উড়ো চিঠি হয়ে
লিখছে মৃত্যু
মিছিলের উৎসব।।