পাওয়া হলো না তোকে
নতুন করে ও ছু্ঁয়ে দেখা হলো না
যাতনা মনে শত আশা রেখে
ভালোবেসে ও কাছে আশা হলো না।।
চাওয়া হলো না তোকে
হাজার স্বপ্নেরি ভিড়ে ও খোঁজা হলো না
ইচ্ছে অধিক বহু প্রতীক্ষা প্রতিবিম্ব
তবু ও তো নজরে নজর মেলানো হলো না।।
পাওয়া হলো না তোকে
গল্পের বাহিরে ও তুই ছিলি আনমনা
কষ্ট পাথর বুকে তবু একটু সুখে
দূর থেকে ও তোকে আর ভালোবাসা হলো না।।
চাওয়া হলো না তোকে
কল্পের ভিতরে ও তুই ছিলি অচেনা
লোম হর্ষক কোনো রাতে আমি ও হঠাৎ ছিলাম না
তাই আকাঙ্ক্ষা অভিশাপে তোর হাতে হাত রাখা হলো না।।