বেঈমান তো সেই হতে পারে
যে জন্ম হতেই নিজেকে নিয়ে
খেলেছে একাকীত্বের লুকোচুরি
বেঈমান তো সেই হতে পারে
যে পরিবারকে গুরুত্ব না দিয়ে
খেলেছে শুধুই পাষানতার সুখ ও আহাজারি!!
বেঈমান তো সেই হতে পারে
যার চোখ থাকতে ও দেখেনা
সমাজের অপ প্রচার মানসিকতার কূলষতা!!
বেঈমান তো সেই হতে পারে
যে নিজের স্বার্থে নিজেকে ও হারাতে
পারে গভীর আঁধারের নিমজ্জিত চিত্তে
বেঈমান তো সেই হতে পারে
যে নিজের সুখে অটল হয়ে
অন্যকে ঠকিয়ে মজা লুটতে পারে!!
বেঈমান তো সেই হতে পারে
যার খুনচটা অহংকার আর
আভিজাত্যের প্রাসাদে
নিজেকে রাজা ভাবে
অপরকে কাঁদিয়ে এভাবেই
তার স্বভাবেই পিশাচতার হাসি হাসে!!