আমি মনির বলছি মাগো বলো কোথায় তোমার—
স্বাধীন বাংলা বেতার।
যেথা মুজিবের ডাকে জিয়া দিয়ে গেলেন ঘোষনা স্বাধীনতার।
আমি মনির বলছি মাগো বলো কোথায় তোমার—
স্বাধীন বাংলা বেতার।
আজ চুয়াল্লিশ বছর পরে মাগো
তোমার ছেলেরা আবার
পরাধীনতার শৃঙ্খলে পুড়ে মরছে যে বারেবার।
আমি মনির বলছি মাগো বলো কোথায় তোমার—
স্বাধীন বাংলা বেতার।
অনাহারে আজ ধুকছে তারা
শ্রমের নেই তো দাম।
বিনা মূল্যে বিক্রি হয় যে কষ্টের অশ্রু,ঘাম।
অধিকার চাইতেই চুরির দায়ে যাচ্ছে তাদের প্রাণ
এ কেমন স্বাধীনতা কিনলে মাগো হারিয়ে সম্মান।
আমি মনির বলছি মাগো বলো কোথায় তোমার—
স্বাধীন বাংলা বেতার।
যেথা মুজিবের ডাকে জিয়া দিয়ে গেলেন ঘোষনা স্বাধীনতার।
এর চেয়ে বেশ ভালো ছিল মাগো পাক হানাদের শাসন
আধাপেট ভরে খেতে দিলেও মাগো কেড়ে নিতো না যে জীবন।
দেখতে হতো না মলিনতা মাগো ত্রিশ লক্ষ শহিদের
যারা জীবন দিয়ে লিখে গেল নাম স্বাধীন বাংলাদেশের।
আমি মনির বলছি মাগো বলো কোথায় তোমার—
স্বাধীন বাংলা বেতার।
যেথা মুজিবের ডাকে জিয়া দিয়ে গেলেন ঘোষনা স্বাধীনতার।
আমি মনির বলছি মাগো বলো কোথায় তোমার—
স্বাধীন বাংলা বেতার।