মুক্তিযোদ্ধা আইয়ুব খানের স্মরণে যিনি অপমানিত হয়ে আত্মহত্যা করেছেন
-------------------------------
যখন দু হাত দিয়ে খেতে শিখেছি নিজেই
জানি না কি হারাম খেয়েছি!
হ্যাঁ, হারাম খেয়েছি!
তা না হলে আজ কি করে ভুলে যাই আমার জন্মদাতাকে?
যখন পেয়েছি স্বাধীনতা নিজের পায়ে ছুটে চলার
জানিনা কোন পাপের নগরী করেছি ভ্রমণ!
হ্যাঁ, পাপের নগরী করেছি ভ্রমণ!
তা না হলে যে স্বাধীনভাবে হাঁটতে শেখালো
আমার কারণে কি করে তার হতে পারে মরণ?
আমায় ক্ষমা করো তুমি বীর মুক্তিযোদ্ধা,
ক্ষমা করো হে আমার স্বাধীনতা দানকারী।
জানি তোমার আত্মা মহান, একবার ক্ষমা চাইলেই করবে ক্ষমা।
কিন্তু তার পূর্বে আমাকে দিও আরেকবার স্বাধীনতা-
যেন আমি গর্জে উঠতে পারি তাদের বিরুদ্ধে
যারা আমার উদর পূরণের আশ্বাস দানে
আমার হাতে ছিন্ন করল আমার স্বাধীনতা দানকারী পিতাকে।
যারা ন্যায়ের কথা বলে পাপের নগরীতে ঘুরিয়ে
আমার মস্তকে দিল পিতৃহত্যার পাপ।
তাদের বিরুদ্ধে যেন আমি করতে পারি প্রতিবাদ।