যে পাখি হারিয়েছে সাথী, কালবৈশাখী ঝড়ের রাতে
সে কি আর খুঁজিবে নীড়, তার ফেলে আসা ঠিকানাতে?
যে মন হারিয়েছে প্রেম, প্রেয়সীর ছলনাতে
সে কি আর বাসবে ভালো, নতুন কোনো প্রেমিকাকে?
সাথী ছাড়া যায় না ঘর বাঁধা, বিশ্বাস ছাড়া ভালোবাসা
তবুও মানুষ আশ্রয় খোঁজে, খোঁজে বাঁচার নতুন আশা।
-----------------------------------------------
-----------------------------------------------
গভীর ভালোবাসার ছোট্ট একটা ঘর ছিল-
হৃদয়ের মাঝে। জানি- এখনো আছে।
শুধু নেই প্রেয়সী, চলে গেছে অভিমানে।
স্মৃতির জানালাগুলোতে জমা পড়েছে মরিচা
প্রতিশ্রুতির দেয়ালে দেখি শুধু ভাঙনের খেলা
বিশ্বাসী ছাদের উপরে শুধু আজ অতিথি পাখির মেলা।
দুজনার হাতে তৈরি সেই বিছানা, যা পূর্ণ ছিল প্র্রেমে।
নষ্ট হয়েছে নিরবে আজ তা অভিলাষী প্রণয়ে।
পবিত্র ফুলে সাজানো ছিল টেবিলের উপর ফুলদানি
সবই আজ এলোমেলো, তুমি ভুলে গিয়েছো বলে অভিমানিনী।