কোন সে জীবন সমরে আজি,
চলেছি সরল পথে-
দুধারে শ্যামল বৃক্ষরাজি;
লয়ে যে বন্ধু সাথে।
জীবন পথের নকশা সকল,
হতো যদি এত মধুর-
না হতো তবে জটিল কুটিল;
চলতো যে পথ সুদূর।
চলেছি যানে কোথায় যাব,
কোন সে মায়ার পিছে-
ক্লান্ত বড়, স্বস্তি কি পাবো?
আঁধার আলোয় মিশে।
চলেছি সুদূর কোন সে খোঁজে,
পাবো কি আশার আলো?
করুন স্রোতের লহরী সাঁঝে;
মিটুক আঁধার কালো।
শহর ভুলে শ্যামলা গাঁয়ে,
হৃদ ভরে ভরা সুখে-
তুষ্ট কোমল স্নিগ্ধ হৃদয়ে;
মনটা না ভাসে দুখে।
হায়রে কুটিল ভবের শহর,
ভাঙে হারে সীমারেখা-
শান্ত শীতল শান্তি লহর;
ভালোবাসা সেথা লেখা।