ভোটের বাজার বসে দেখো,
সঙ্গে হরেক বাহার-
নানান ছলের কথায় কতো;
নেই যে কাজ আর আহার।
উদ্বোধনের শিলায় দেখো,
নেতা নেত্রীর নাম-
এখান সেখান ছুটছে কতো;
স্থিতির পরিণাম।
উড়ছে টাকা কত দেখো,
বদল হওয়ার তালে-
নবীন প্রবীণ বরণ কতো;
থাকছে বেজায় চালে।
যুদ্ধ সাজে মাতে দেখো,
সুরের আওয়াজ স্বরে-
সোনার দেশটা গড়বে কতো;
ফসল আবাদ কলে।
আর কতকাল চলবে দেখো,
ভোটের বাজির খেলা-
বুলির যুদ্ধ দেখবে কতো;
সোনার ভূমির মেলা।