কথা আমার স্তব্ধ থাকে ,
আমার হৃদয় খাঁজে -
একাই আমি চলবো পথে,
সকাল কিংবা সাঁঝে।
স্বপনে যতনে ভরে থাক ওরা,
মনের যত শাখে -
মনন ভারেই থাকুক তারা,
হায়রে কইবো কাকে।
কতকাল আর রাখবো মিছে,
জ্বালিয়ে প্রাণের পীড়া-
আর কত যে ছুটবো পিছে;
আলেয়ায় ভরা হিয়া।
হৃদয় আধারে যত জমা ব্যথা,
উঠুক জ্বলে তারা -
ইচ্ছাগুলো মেলুক ডানা;
মাতিয়ে ভবের খেলা।