কারো হাতে ঔষধি কারো হাতে লাঠি,
কারো মুখে হুইসেল কাঠি নিয়ে ঢাকি-
পার্বণ পরিতোষে দিবা রাত ভারে;
মানব খুশির স্রোতে পরিবার ছাড়ে।
লাল নীল সমাবেশে সুরহীন রোগী,
পরিষেবা অঙ্গনে নিরলস যোগী-
রক্ষা করে যে সদা উৎসব দ্বারে;
মোদের সুখের আশায় স্নেহাশীষ প্রাণে।
মানুষ চলেছে স্রোতে কত সাজ ঢেলে,
কত জনে পাহারায় নিজ সুখ ছেড়ে-
কেউ বা সেবার ব্রতে নিবেশিত হৃদে;
পরিবার পরিজন ফেলে রয় দূরে।
খুশির আলোকে তারা দেয় বলি সুখ,
খুঁজে ফেরে পরিতোষ নাই মনে দুখ-
প্রণাম জানাই তারে সুভাশিত বুকে;
পরব হরষ ধ্বনি তাই দিকে দিকে।