সেলুকাস দেখো কত মজার এ দেশ,
বাহনেতে প্রাণ এলো সেই শেষমেশ-
ভাইরাস বিদায়টা না যে হলো শেষ;
জনতার ভিড়ে পথ মুখরিত বেশ।
ভাইরাস আতঙ্ক চারিধারে কত,
হাহাকার মৃত্যু যে কত শত শত-
বন্দী দশায় থেকে লাভ হলো এতো;
লাশের পাহাড়ে রহে সভ্যতা নত।
মানব দশা কি তবে এত সাধারণ,
খেলা চলে দূর্বার প্রতি সারা ক্ষণ-
মরণকে সঁপে চলে সমর জীবন;
মোরা থাকি নির্বাক সদা প্রতি জন।
শেষ কবে হবে এই হিসাব নিকাশ,
মিটে যাবে মানুষের সব যত আশ-
সমর জয়ে তাই হই আগুয়ান;
মানবতা মোদের কি হবে বলীয়ান ?