দিবানিশি থাকো ঘিরে মন জুড়ে,
গুন গুন গান সেথা ঝরে সুরে-
স্বপনে যে দেখি শুধু প্রাণ
ভরে;
মিছে সেতো ওড়ে মন সুর তুলে।
উদাস নয়ন ঘিরে হাসি ঝরে,
আঁধারে চক্ষু মুদে কায়া ফেরে-
কাজল নয়না রূপী আঁখি মাঝে;
লাজুক প্রহর গুনি কতো সাঁঝে।
কথা তব কল্পে ভাবি বসে লাজে,
ঢেকে থাকে জল্পনা যতো অভিলাষে-
অভিমান দ্বিধা হায় যায় শুকিয়ে;
হৃদ মাঝে ব্যথা তব দেয় চুকিয়ে।