শুধু একটা মিষ্টি সকাল যদি পাই-
ভোরের অরুণ আলোকে নেয়ে ,
দখিনা অনিলে মুখোমুখি চেয়ে ;
চায়ের পরশে ঠোঁট ঠেকাই।
শুধু একটা মেঘবৎ দুপুর যদি পাই-
বৃষ্টি ভেজা প্রহর বেলায়,
মোর হৃদয়ের নানান ছোঁয়ায়;
তোর বাসনার সুর শোনাই।
শুধু একটা আলোক সন্ধ্যা যদি পাই-
চাঁদের আলোয় মন পুড়িয়ে,
হাত ধরাধরি স্নিগ্ধ কায়ায়;
তৃপ্ত পরশে হেঁটে বেড়াই।
শুধু একটা তিমির রাত্রি যদি পাই-
অলিক নেশার মাতাল হাওয়ায়,
তোর হাতেরই আলতো ছোঁয়ায়;
সুখানুভবে হারিয়ে যাই।