তোমার পরশ পাই স্বপ্ন হরষে,
চৈত্রের ওই ঝড়ের হাওয়ায়-
তপ্ত বালুর সাগর মেলায়;
মেঠোপথ বাঁকা বনানীর শেষে।
তোমার পরশ পাই স্বপ্ন হরষে,
শ্রাবণ সাঁঝের বৃষ্টি ধারায়-
ভরা নদীকূল রৌদ্র বেলায়;
ঘন মেঘ ভাসা গগন শেষে।
তোমার পরশ পাই স্বপ্ন হরষে,
শরৎ প্রাতের কাশ ফুল দোলায়-
সুবাস মাখা ফুল গাঁথা মালায়;
আলোক রাঙানো উৎসব শেষে।
তোমার পরশ পাই স্বপ্ন হরষে,
গহন শীতের কুয়াশা ভেলায়-
ভীরু মন ঘন প্রণয় খেলায়;
উদাসী দুপুর আবেগের শেষে।
তোমার পরশ পাই স্বপ্ন হরষে,
কৃষ্ণ কাজল নয়ন ভাষায়-
ফাগুন হৃদয় দোলন কাঁপায়;
রূপ মন ফাগে ভালোলাগা শেষে।