তিলোত্তমা থাকলে বেঁচে মানুষ বাঁচতো কত,
প্রতিবাদের মৃত্যুবাণে দেহ তার ক্ষত বিক্ষত।
অসুর নাশিনী দুর্গা মাগো আসছো তুমি কবে,
আগমনের আশায় মোরা রয়েছি মোদের ভবে।
দশ হস্তে অস্ত্র মালায় মা তুমি এসে জাগো,
এই শারদে অসুর দমনে জাগ্রত তুমি থাকো।
প্রতিবাদের ভয়াল আগুন সকল হৃদয় স্তরে,
তিলোত্তমার অকাল মরণ বিচার কেঁদে মরে।
ন্যায় বিচারের আশায় জগৎ সরব দিকে দিকে,
শারদ প্রাতে মাতো তুমি অসুর গুলোর বধে।
স্বাধীন দেশে জনম হয়েও নারী আজি পরাধীন,
ন্যায্য দৃঢ় রায়ের আশায় কাটাই মোরা দিন।
এবার পুজোয় মাগো তোমার দানব নিধন চাই,
ত্রিশুল হাতে দশ ভুজার আশীষ যেন পাই।