আঁধারে ছড়ানো ব্যাধি শুধুই আর্তনাদ,
অমানিশার কুটিলতায় এ কি সর্বনাশ-
বিষের বাতাসে বেঁচে করি প্রাণ পণ;
স্বজন হারিয়ে দুখী রাত জাগা মন।

টীকার আকালে আজি জনে জনে ভিড়,
ব্যাকুল বিমূঢ় স্বাদে সংস্রবে চিড়-
মুচলেকা সহবতে শালীনতা হারে;
মানবতা ভেসে চ'লে ওঠে পরপারে।

কী ভীষণ হাহাকার অবাধ না দামী,
কোনটাতে রব সুখী মনে না তো মানি-
সৃষ্টি গড়নে হলো কত কোটিপতি;
টিকা নিয়ে বিপণি যে নেই কোনো ক্ষতি।

দেশের বাসী যে মোরা অসুখটা কার?
কেউ বলে আপনার কেউ বলে তার-
অবুঝ হৃদয় ক্ষণে জড় বোধে বাঁচি;
লাভক্ষতি না তো বুঝে শুধু জলে ভাসি।