ছড়া কবিতা :


     বেগুনভাজা পটলভাজা,
  আলু পিঁয়াজ কুমড়ো ভাজা-
   তেলে ফেলে মহা সোজা;
   ভাজতে গেলে মহা মজা।

     কিন্তু বড় শক্ত তা যা,
  চাইলে ভাজতে তেলেভাজা-
    ব্যাসনে নুন লঙ্কা তাজা;
    সোডা দিলে হবে খাসা।

      শুদ্ধ হাতে মিষ্টি মুখে,
     মাখতে তবু হবে সুখে-
  কুমড়ো বেগুন চপের আলু;
    ভাজতে গেলে হবে কাবু।

    হলে আধা কাঁচা ভাজা,
   হয়না চপ পিঁয়াজি ভাজা-
  মাপের মশলা ঠিক না হলে;
   স্বাদটা কিন্তু যাবে জলে।

    চরম হ্যাপা করতে সাজা,
   চিংড়ি আর মোচার ভাজা-
   গরম গরম লাগবে স্বাদে;
   সঠিক যদি ফেলো মাপে।

  সইতে কি আর পারবে চাপ,
   বলবে তুমি বাপরে বাপ;
  আর দেবো না তোমায় সাজা
  ভাজতে বলে তেলে ভাজা।