রূপকথার ওই সোনালী মানসে,
মায়াবী দু চোখের দৃষ্টি সাগরে-
তুমি থাকো মিশে স্বপ্ন মাদলে;
মন মাতে শুধু তোমারই মায়াতে।
হৃদয় রূপের কল্প আলোকে-
তুমি থাকো মোর প্রাণের হরষে,
রাঙা মনের ওই রসের মাতনে ;
নেশা ভরা মিঠা সুবাস পরশে।
মোহভরা রূপ চাহনী সুরাতে,
স্বরূপা পূর্ণ রূপের ঝলকে-
ভরে তা থাকুক ভাবুক মননে;
অটুট মায়ার নীরব বাঁধনে।
মোর হৃদয়ের নিলয় জুড়ে যে,
ভেসে ভেসে চলি কোন সে আবেগে-
কিসের আকুতি দেখি আঁখিদ্বয়ে;
প্লাবিত হই যে রসনা বিলাসে।