স্বপ্নে দেখা মোর হয় তার সাথে,
শান্ত স্রোতস্বতী নদী কিনারায়;
মায়াবী নীলাভ ভরা ওই জোছনায়,
নিশিরাতে তারাভরা আধো নিরালায়।
কথা হয় কত বেশ তার সাথে মোর,
খুলে দিয়ে যত কিছু ভাবনার দোর-
হেঁটে চলি কতো সেই দূর বহুদূর;
জানা হয় কত কিছু বিলিয়ে যে সুর।
স্বপ্নে দেখা হয় তার মোর সাথে,
ছায়াঘেরা মেহগিনি বনানীর
পাশে-
প্রবাহিণী নদীর ওই পাথরের শ্বাসে,
শুভ্র শ্যামলা দূর পাহাড়ের দেশে।
স্বপ্নে তার সাথে কতো কথা হয়-
জগতের ভালো লাগা সব ঘিরে রয়,
স্বপ্নীল পরশ যে সদা জাদুময়,
অজানাই যায় থেকে ভাবনার লয়।